জন্মছকে থাকা ১২টি ঘর জীবনের ১২টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রকে নির্দেশ করে।
প্রতিটি ঘরের অর্থ:
1️⃣ নিজস্ব স্বভাব ও শরীর
2️⃣ অর্থ ও পরিবার
3️⃣ সাহস ও যোগাযোগ
4️⃣ সুখ ও মা
5️⃣ প্রেম ও সন্তান
6️⃣ রোগ ও শত্রু
7️⃣ বিবাহ ও পার্টনার
8️⃣ পরিবর্তন ও রহস্য
9️⃣ ভাগ্য ও ধর্ম
🔟 কর্মজীবন
1️⃣1️⃣ আয় ও বন্ধু
1️⃣2️⃣ বিদেশ ও ত্যাগ
গ্রহ কোন ঘরে বসেছে তার উপর নির্ভর করেই সেই ক্ষেত্রের উন্নতি বা সমস্যা হয়।
